• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

এনআরবি গ্লোবাল কনভেনশন

ঢাকায় বসছে প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলা

প্রকাশিত: ১৩:৩৬, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকায় বসছে প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলা

আগামী ৩০ ডিসেম্বর রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় আয়োজন— ‘এনআরবি গ্লোবাল কনভেনশন’। বিশ্বের অন্তত ২৫টি দেশ থেকে শতাধিক প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও আইটি বিশেষজ্ঞ এই কনভেনশনে অংশ নেবেন।

ইভেন্টটিকে ঘিরে ঢাকায় আসছে আমেরিকা-বাংলাদেশ চেম্বার, কানাডা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার, জাপান-বাংলাদেশ চেম্বার, কোরিয়া-বাংলাদেশ চেম্বার ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বারের বড় ডেলিগেশন।

এ ছাড়া দেশীয় বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও চেম্বারের প্রতিনিধিরাও কনভেনশনে অংশ নেবেন, যাতে দেশ–প্রবাসের মধ্যে সরাসরি নেটওয়ার্কিংয়ের সুযোগ বাড়ে। এতে অংশ নেবেন সরকারের উচ্চ পর্যায়ের নীতি–নির্ধারকরাও।

দিনব্যাপী কনভেনশনে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, উন্নয়ন ও আইটি খাত নিয়ে একাধিক থিমেটিক সেমিনার আয়োজন করা হয়েছে। এসব সেশনে কি-নোট স্পিকার এবং আলোচক হিসেবে থাকবেন দেশি–বিদেশি বরেণ্য ব্যক্তিত্ব। অনুষ্ঠানে প্রদান করা হবে ‘এনআরবি অ্যাওয়ার্ড’, যেখানে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা দেওয়া হবে।

আয়োজক প্রতিষ্ঠান এনআরবি ওয়ার্ল্ড জানায়, এবারের কনভেনশনের মূল লক্ষ্য হচ্ছে দেশ ও প্রবাসের মধ্যকার একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। 

এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম বলেন, এবারের এনআরবি কনভেনশনের প্রধান লক্ষ্য হচ্ছে দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। আর বিষয়টি আমরা দ্বিমুখী সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চাই। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একদিকে প্রবাসী বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন প্রকল্পে উৎসাহিত করা হবে; অন্যদিকে বিভিন্ন সেক্টরের দক্ষ প্রবাসী পেশাজীবীদের দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত করার উদ্যোগও নেওয়া হবে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2