• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সাংবাদিক মিজানুর রহমানের মায়ের মৃত‍্যুতে ডিক্যাব-এর গভীর শোক

প্রকাশিত: ১১:২০, ৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাংবাদিক মিজানুর রহমানের মায়ের মৃত‍্যুতে ডিক্যাব-এর গভীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’র (ডিক্যাব) সদস্য ও দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমানের মা আনোয়ারা বেগম (৬১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এতে গভীর শোক প্রকাশ করেছে ডিক্যাব।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ মরহুমার জানাজা মৌলভিবাজার জেলার রাজনগর উপজেলার মহলাল ইউনিয়নে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তায় তারা বলেন, তার (প্রয়াত আনোয়ারা বেগম) মৃত্যুতে পরিবার এবং আত্মীয়স্বজনের পাশাপাশি ডিক্যাব সদস্যরাও গভীরভাবে শোকাহত।

মরহুমা তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডিক্যাব প্রার্থনা করছে, মরহুমাকে যেন জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার তাওফিক, ধৈর্য ও শক্তি প্রদান করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2