কক্সবাজারের বে-ওয়াচ রিসোর্টে আলফা নেটের বার্ষিক সম্মেলন
কক্সবাজারের বে-ওয়াচ হোটেলে অন্যতম আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান আলফা নেটের বার্ষিক সম্মেলন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) এই সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সম্মেলনে প্রতিষ্ঠানের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তিগত উন্নয়ন ও গ্রাহকসেবা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে বিভিন্ন ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কৃতী কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়।
আলফা নেট কর্তৃপক্ষ জানান, দেশের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রেখে উদ্ভাবনী ও মানসম্মত সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: