• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিরামপুরে জেঁকে বসেছে শীত, দেখা মেলেনি সূর্যের

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রকাশিত: ২২:২৮, ১৩ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
বিরামপুরে জেঁকে বসেছে শীত, দেখা মেলেনি সূর্যের

দিনাজপুরের বিরামপুরের শৈত্যপ্রবাহের কারণে কনকনে ঠান্ডা বিরাজ করছে। ঘড়ির কাঁটা যতই গড়িয়ে পড়ছে, ততই তাপমাত্রা কমে জেঁকে বসছে শীত।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর হলেও কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। দিনের বেলায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন দরিদ্র মানুষরা। কনকনে ঠান্ডায় বৃদ্ধ এবং শিশুরা বেশি দুর্ভোগে পড়েছেন। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল-দরিদ্র ও শ্রম বিক্রেতারা।

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে কনকনে ঠান্ডার কারণে সকাল থেকে দিনমজুর, নিম্ন আয়ের মানুষের মেলেনি কোনো কাজ। শীতে বেশ কষ্ট হচ্ছে তাদের।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দিনাজপুরে সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আজ দিনজাপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2