দেশে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা কমার আভাস দিলো আবহাওয়া অফিস
সারা দেশে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে উত্তরের জেলা তেতুলিয়ায় বুধবার (১০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
বুধবার প্রকাশিত আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করা উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশে শীতের মাত্রা বাড়ছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা মৌসুমী লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সকাল ৯টা থেকে প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতে তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
বিভি/এসজি




মন্তব্য করুন: