• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

হিলিতে মিলছে না সূর্যের দেখা

প্রকাশিত: ১৮:৪৫, ১৪ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
হিলিতে মিলছে না সূর্যের দেখা

উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে শীত জেঁকে বসেছে। গেল তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না ভারত সীমান্তবর্তী এই অঞ্চলটিতে। 

কুয়াশার চাদরে ছেয়ে গেছে চারিদিক। সড়কে হেড লাইট জালিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। এক দিকে ঘন কুয়াশা অন্যদিকে হিমেল বাতাস, সেই সাথে বৃষ্টির মতো কুয়াশা ঝড়ায় বিপাকে জনজীবন। 

তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতের কারণে তারা ঘরের বাহিরে বের হতে পারছে না। আয় রোজগার কমেছে রিকশঅ-ভ্যান চালকদের। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। 

এদিকে হাসপাতালগুলোয় বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা। মানুষ আক্রান্ত হচ্ছে জ্বর, সর্দি নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে। আক্রান্তের মধ্যে বৃদ্ধ আর শিশুরাই বেশি।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2