• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শীতের শেষের বৃষ্টি আরও থাকবে যতদিন, জানালো আবহাওয়া অফিস

প্রকাশিত: ১৫:২০, ১ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
শীতের শেষের বৃষ্টি আরও থাকবে যতদিন, জানালো আবহাওয়া অফিস

রাতের বৃষ্টির পর আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশের ৭ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদফতর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে। তবে, রংপুর বিভাগে বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, গতকাল বুধবার সাতক্ষীরায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। খুলনায় ২৭ মিলিমিটার ও গোপালগঞ্জে ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া, রাতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
 
এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়া বার্তায় বৃষ্টিপাতের এই ধারা অব্যহত থাকার কথা জানানো হয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2