• NEWS PORTAL

  • সোমবার, ১৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়: লন্ডভন্ড ঘরবাড়ি, ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ২১:১৩, ২৮ এপ্রিল ২০২৪

আপডেট: ২১:১৭, ২৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়: লন্ডভন্ড ঘরবাড়ি, ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে তাপমাত্রা কমে জনজীবনে স্বস্তি আসলেও ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে বিভিন্ন এলাকা। উপড়ে পড়েছে বড় বড় গাছও।

রবিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে শুরু হয় এই ঝড়। পাশাপাশি অল্প পরিমাণে শিলাবৃষ্টিও হয়েছে এই এলাকায়। 

শ্রীমঙ্গলের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ৮৯ কিলোমিটার। ঝড়ের পিক টাইমের স্থায়িত্ব ছিল প্রায় ছয় মিনিট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ অনেক সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় ও গাছ উপড়ে পড়ায় যানবাহন চলাচল বন্ধ আছে। এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জে ঝড়ে রেল লাইনের উপর গাছ পড়ে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন: