• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বৃষ্টি শেষ না হতেই গরমের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

প্রকাশিত: ১৬:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বৃষ্টি শেষ না হতেই গরমের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

সারাদেশে টানা কয়েকদিনের বৃষ্টির পর তাপমাত্রা বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আগামী দুয়েকদিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ কেটে যাওয়ায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকেই দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত কমে যাবে। তাপমাত্রা বাড়তে পারে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে, আগামী কয়েকদিন গরম বেশি অনুভূত হতে পারে। সকালে রাজধানীতে সূর্যের দেখা মেলায় রাস্তা গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। 

তবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নদী ও সমুদ্রবন্দরগুলো থেকে সবধরনের সংকেত তুলে নেয়া হয়েছে। 

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, টানা কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির পর আগামী মাসের শুরুতে আবারও সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে ১৯৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ৭০ ডিগ্রি সেলসিয়াস।

বিভি/টিটি

মন্তব্য করুন: