চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গাবাসী, রেকর্ড হলো তাপমাত্রার। শনিবার (১০ মে) বিকাল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস যা মৌসুমের সর্বোচ্চ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক গণমাধ্যমকে আলতাব হোসেন বলেন, ‘কয়েক দিন ধরে জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বর্তমানে তা অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।’
তিনি জানান, সূর্যের তীব্রতা এত বেশি যে গরম আরও বেশি অনুভূত হচ্ছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: