• NEWS PORTAL

  • বুধবার, ১৮ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দুপুর ১টার মধ্যে যে চার অঞ্চলে রয়েছে ঝড়ের আশঙ্কা 

প্রকাশিত: ১১:৫২, ১৪ মে ২০২৫

আপডেট: ১১:৫২, ১৪ মে ২০২৫

ফন্ট সাইজ
দুপুর ১টার মধ্যে যে চার অঞ্চলে রয়েছে ঝড়ের আশঙ্কা 

ফাইল ছবি

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুর ১টার মধ্যে দেশের চারটি অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। বুধবার (১৪ মে) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, সকাল ১০:৪০ থেকে দুপুর ২ টার মধ্যে হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে পুনরায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আরও জানানো হয়, বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শুনবেন সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করুন।

বিভি/এসজি

মন্তব্য করুন: