• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজধানীসহ ৪ বিভাগে অতিভারী বর্ষণ ও পাহাড় ধসের শঙ্কা

প্রকাশিত: ১১:৫৬, ৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাজধানীসহ ৪ বিভাগে অতিভারী বর্ষণ ও পাহাড় ধসের শঙ্কা

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। সারাদেশের বেশিরভাগ জেলায় দুইদিন ধরে হচ্ছে টানা বৃষ্টি। কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি, আবার কোথাও মাঝারি ও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এদিকে ফেনীতে ভারী বৃষ্টি ও ভারতের উজানের ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ জায়গা ভেঙে ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। এরইমধ্যে ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

বুধবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এ ছাড়া আজ দিনভর ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির আভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দেশে সর্বোচ্চ ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: