ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি বাড়তে পারে তাপমাত্রা

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া আজ (মঙ্গলবার) দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বিভি/এসজি
মন্তব্য করুন: