• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১২:৩৩, ৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রতীকী ছবি

পূর্বমধ্যম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মায়ানমার উপকূলের নিকটে লঘুচাপ বিরাজ করছে। এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরী হচ্ছে। 

চট্টগ্রাম, কক্সবাজার,উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলেছে আবহাওয়া অধিদফতর। তাই মঙ্গলবার বেলা ১২টার আবহাওয়া বার্তায়- চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

একইসাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে  বলা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2