• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

ঢাকায় কমতে পারে রাতের তাপমাত্রা 

প্রকাশিত: ২১:০৬, ৩০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাকায় কমতে পারে রাতের তাপমাত্রা 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সন্ধ্যা থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। 

পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এসময় রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে, সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৫২ শতাংশ।

এ ছাড়া আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল (শনিবার) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।

বিভি/এসজি

মন্তব্য করুন: