• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সব সমুদ্র বন্দর থেকে নামিয়ে নেওয়া হয়েছে সতর্ক সংকেত

প্রকাশিত: ১২:২৯, ১৫ মে ২০২৩

আপডেট: ১২:৩০, ১৫ মে ২০২৩

ফন্ট সাইজ
সব সমুদ্র বন্দর থেকে নামিয়ে নেওয়া হয়েছে সতর্ক সংকেত

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা গতকাল উপকূল অতিক্রম মিয়ানমারে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। এটি ক্রমশ দূর্বল হয়ে এখন লঘুচাপে চাপে পরিণত হয়েছে। 

সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলো থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

সোমবার (১৫ মে) বিকাল পর্যন্ত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হলো হয়েছে। 

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্টি অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব উপকূলীয় এলাকায় রবিবার (১৪ মে) বিকাল থেকেই কমতে শুরু করে। ঝড়ের শক্তিশালী কেন্দ্র মিয়ানমারের দিকে চলে যাওয়ায় সেন্টমার্টিন ও টেকনাফে তুলনামূলক কমই ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ধ্যা নাগাদ আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঘরে ফিরতে শুরু করে উপকূলের বাসিন্দারা।

বিভি/রিসি

মন্তব্য করুন: