• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি

প্রকাশিত: ১২:০২, ১৭ মে ২০২৩

ফন্ট সাইজ
রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি

রাজধানী ঢাকায় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে বেশ দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ মে) সকাল ৯টার পর হঠাৎ আকাশ আঁধার করে শুরু হয় ঝড়, সঙ্গে বৃষ্টি। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করায় এর প্রভাবে রাজধানীতে ঝড়ো হাওয়া থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ এ তথ্য জানান। বলেন, 'পশ্চিমা লঘুচাপের পাশাপাশি সাগর থেকে আসা বাতাসে জলীয়বাষ্প থাকায়, এর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা ও ঝড়ো বাতাস, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।

বিভি/রিসি

মন্তব্য করুন: