• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

১৩ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নং সতর্কতা

প্রকাশিত: ১৯:৪৯, ২০ মে ২০২৩

আপডেট: ২০:২৩, ২০ মে ২০২৩

ফন্ট সাইজ
১৩ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নং সতর্কতা

প্রতীকী ছবি

১৩টি জেলায় রাতের বেলা ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় আসতে পারে।

শনিবার (২০ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বলা হয়েছে- আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে কোনো কোনো স্থানে শিলাবৃষ্টিও হতে পারে।

বিভি/এজেড

মন্তব্য করুন: