• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিলেটে প্রবল বৃষ্টিপাত

প্রকাশিত: ১২:৫৪, ১১ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
সিলেটে প্রবল বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সিলেটে প্রবল বৃষ্টিতে অচল হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার (১১ অক্টোবর) গভীর রাত থেকে একটানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নগরের বিভিন্ন স্থানে। থমকে গেছে সিলেটের জীবনযাত্রা। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। ভোর ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ৪৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। বৃষ্টিপাত আরো ২/১ দিন থাকতে পারে বলে জানিয়েছে সিলেটের আবহাওয়া অফিস। 

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায় বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে সিলেটের দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ২৫-৩০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে বলে জানা গেছে। ।

এদিকে, সকালে মাছ ধরতে গিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামে বজ্রপাতে বদরুল শাহ আরেফিন নামের একজন বজ্রপাতে মারা গেছেন। 

 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2