• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজীপুরে মা ও মেয়েকে গলা কেটে হত্যা 

প্রকাশিত: ১০:৩৭, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ১১:৩০, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
গাজীপুরে মা ও মেয়েকে গলা কেটে হত্যা 

গাজীপুরে  মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ নভেম্বর) মধ্যরাতে গাজীপুর মহানগরের সদর থানাধীন দেশীপাড়া এলাকার বিমান বাহিনীর টেক থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ফেরদৌসি আরা (২৮) গাজীপুরের কালীগঞ্জে নরুন এলাকার বাছির উদ্দিন-এর মেয়ে ও তার শিশু কন্যা তাসকিয়া আক্তার (০৪)। 

নিহত ফেরদৌসী তার মেয়ে ও দ্বিতীয় স্বামীকে নিয়ে গাজীপুর শহরে থেকে একটি এনজিওতে চাকরি করতো বলে জানিয়েছে তার স্বজনরা। 

জিএমপি’র সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, বুধবার রাতে মহানগরের দেশীপাড়া এলাকার বিমান বাহিনীর নির্জন টেকে শিশুসহ এক নারীর গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শিশুটির গলার সামনের দিকে এবং মহিলার গলার দু’পাশ দিয়ে কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুসহ ওই নারীকে অন্য কোথাও গলা কেটে হত্যার পর মৃতদেহ এইখানে ‌ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত‌্যার  কারণ জানা যায়নি।  ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

 

বিভি/এমএমএফ/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2