বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসছে বাংলাদেশের দিকে

বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া বিভাগ। শনিবার পশ্চিমবঙ্গের সুন্দরবন হয়ে বাংলাদেশে আঘাত হানতে পরে ঝড়টি বলে আভাস দিয়েছে রাজ্যের ওই আবহাওয়া বিভাগ। আলিপুর আবহাওয়া বিভাগ জানায়, বর্তমানে ঘূর্ণিঝড়টি কলকাতা থেকে সাতশ' ৪০ ও বাংলাদেশের খেপুপাড়া থেকে সাতশ' ১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
আগামী ১২ ঘন্টার মধ্যে এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের আরো কাছে চলে আসবে। শনিবার পশ্চিমবঙ্গের সুন্দরবন হয়ে বাংলাদেশে এটি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে বর্তমানে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকেই ঝুঁকে রয়েছে। এদিকে, রাজ্যে বেশ কয়েকটি জেলায় সতর্কবার্তা পাঠিয়েছে ভারতের কেন্দ্রিয় সরকার। আশঙ্কা করা হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে মেদিনীপুর,হাওড়া, হুগলিসহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।