• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’ যাত্রা শুরু, নির্বাচনী বার্তায় মুখর জেলা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০০, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’ যাত্রা শুরু, নির্বাচনী বার্তায় মুখর জেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান-এর কার্যক্রম। গণতন্ত্র, ভোটাধিকার ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম শুরু হয়। এ সময় সুপার ক্যারাভান ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

জেলা তথ্য অফিস সূত্র জানায়, নির্ধারিত সফরসূচি অনুযায়ী ২৬ ও ২৭ ডিসেম্বর সুপার ক্যারাভান জেলার বিভিন্ন উপজেলা পরিদর্শন করবে। ভোটের গাড়ির পাশে স্থাপন করা হয়েছে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স। এতে বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ চোখে পড়ার মতো। তারা এসময় তাদের নিজেদের মতামত ও প্রত্যাশা লিখে জানান।

উল্লেখ্য, এ কার্যক্রমের আগে গত সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উদ্বোধনী ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লক্ষ্য সামনে রেখে ১০টি ভোটের গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে জনগণকে ভোট ও গণভোট সম্পর্কে সচেতন করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2