• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৫:২৭, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে জুমার নামায শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ।

বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হাদী হত্যাকান্ডের ৮ দিন পার হয়ে গেলেও খুনীদের গ্রেফতারে সরকারের কোনো তৎপরতা নেই। সরকারের এমন নির্লিপ্ততাকে তারা সন্দেহের চোখে দেখছেন বলেও জানান তারা।  

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদীর খুনীদের গ্রেফতার না করে, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না করে অন্তবর্তী সরকার আসন্ন জাতীয় সংস নির্বাচন  নিয়ে ব্যস্ত রয়েছে বলেও অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। অবিলম্বে হাদী হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবী জানান তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2