• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১০

প্রকাশিত: ১৫:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৫:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১০

ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় একটি যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। রবিবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনায় আহত হন আরও ১০ জন।দুর্ঘটনায় নিহতরা রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লির বাসিন্দা।

বানজারের বিজেপি বিধায়ক সুরেন্দর শৌররের বরাতে পিটিআই জানিয়েছে, রাত ৮টা ৩০ মিনিটের দিকে বাঞ্জার মহকুমার ঘিয়ারির কাছে টেম্পো ট্রাভেলার খাদে পড়ে গেলে হতাহতের ওই ঘটনা ঘটে।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরবর্তীতে কুল্লু হাসপাতালে স্থানান্তর করা হয়। কুল্লু জেলার উপ-কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, গাড়িতে চালকসহ ১৭ জন যাত্রী ছিলেন। সূত্র: ‍নিউজ১৮

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2