• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

বরফের চাদরে ঢেকেছে সৌদির মরুভূমি

প্রকাশিত: ০৯:০৯, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বরফের চাদরে ঢেকেছে সৌদির মরুভূমি

ছবি: সংগৃহীত

তুষারপাতের মতো বিরল ঘটনার সাক্ষী হলো মরুর দেশ- সৌদি আরব। উত্তরাঞ্চলীয় বহু এলাকা বরফের চাদরে ঢাকা পড়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে। তুষারাবৃত পর্বতের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা রীতিমতো ভাইরাল। পুরো মধ্যপ্রাচ্যজুড়ে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দুর্লভ এই ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব; ব্যাখ্যা আবহাওয়া বিভাগের।

তপ্ত বালুরাশি আর ধূ-ধূ মরুভূমির জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কিন্তু সেই মরুর বুকজুড়ে শ্বেত-শুভ্র তুষার। যেন কল্পরাজ্যের কোনো চিত্র ধরা দিয়েছে বাস্তবতায়।

সৌদিতে তুষারপাতের একাধিক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিরল এই ঘটনা দেশটির উত্তরাঞ্চলীয় তাবুক ও হাইল প্রদেশের। অঞ্চলটির জর্ডান সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে তাপমাত্রা হীমাঙ্কের নিচে নেমেছে।

তুষারপাত ছাড়াও উত্তর সৌদি আরবের কিছু অংশ তীব্র বৃষ্টিপাতের সম্মুখীন হয়। এছাড়াও, রিয়াদের উত্তরাঞ্চলেও দেখা দেয় বৈরি আবহাওয়া। এসব ঘটনাকে একেবারেই বিরল এবং অঞ্চলটির কয়েক দশকের ইতিহাসে প্রথম বলছেন বাসিন্দারা।

কয়েকদিন আগেই পাহাড়ি অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছিলো সৌদির আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদদের দাবি- পুরো মধ্যপ্রাচ্যে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণেই দেখা মিলেছে ভারি বৃষ্টি ও তুষারপাতের।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2