বৈষম্যহীন সমতার সমাজ গড়ার আহ্বান ডিআরইউ'র

বৈষম্যহীন সমতার সমাজ গড়ার আহ্বানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আন্তর্জাতিক নারী দিবসের তিন দিনব্যাপী কর্মসূচির শুরু হয়েছে। এরই মধ্যে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মাসব্যাপী আয়োজন চলছে।
প্রথম দিনে আজ ৮ মার্চ, (সোমবার) সকালে আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের নেতৃত্বে শোভাযাত্রাটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বর থেকে বের হয়ে মৎস্য ভবন পর্যন্ত ঘুরে ডিআরইউ কার্যালয়ে এসে শেষ হয়। পরে নারী দিবসের কেক কাটা হয়।
ডিআরইউর নারী বিষয়ক সম্পাদক রীতা নাহারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সৈয়দ শুকুর আলী শুভসহ সংগঠনের কর্মকর্তারা।
বিভি/এডিজেড/এনজি
মন্তব্য করুন