• NEWS PORTAL

  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৮, ১৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ কাঠ জব্দ

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বার্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে মগকাটা এলাকায় পরিচালিত এক অভিযানে ঘটনাস্থল থেকে ৫৩০ পিস অবৈধ কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের পরিমাণ আনুমানিক ১ হাজার ৬০ ঘনফুট যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকা।

নিরাপত্তা বাহিনী জানায়, উদ্ধার করা কাঠ পরবর্তীতে সর্তা বন বিভাগ, হাটহাজারী রেঞ্জের আওতাধীন চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কাঠ পাচারের সঙ্গে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এবং কিছু অসাধু ব্যবসায়ী জড়িত থাকতে পারে।

নিরাপত্তা বাহিনী আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2