• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই, আহত ৫ 

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৫, ১০ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই, আহত ৫ 

নেত্রকোনায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।এসময় ৫ জন সিএনজি যাত্রী আহত হয়েছে। রবিবার বিকাল ৫ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। 

নিহত হচ্ছেন, সিরাজগঞ্জ জেলার মাহবাজপুর গ্রামের আবুল হাসেম (৪৫) এবং তার ছেলে রনির আমীন (১২)। আহতরা নেত্রকোনা নদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকলেই একই পরিবারের সদস্য। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে সিরাজগঞ্জ থেকে একটি সিএনজি করে জেলার আটপাড়া উপজেলার আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিল। রবিবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার সাকুয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে সিএনজি চালকসহ ৭ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

মডেল থানার অফিসার ইনচার্জ লুৎফুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2