ট্রাক্কের ধাক্কায় নিভলো ৩ প্রাণ, বাস পিষে দিলো মাদ্রাসাছাত্রকে
চট্টগ্রামের মিরসরাই ও হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত ও তিনজন আহত হয়েছে। এর মধ্যে মিরসরাইতে দুর্ঘটনায় নিহত হয়েছে একই পরিবারের শিশুসহ তিনজন এবং হাটহাজারীতে এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর প্রাণ গেছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া এলাকায় একটি সিএনজি অটো রিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়। এসময় সিএনজি অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
নিহতরা সীতাকুন্ডে একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য একটি অটোরিকশায় উঠছিলেন। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে শিশুসহ তিনজনের মৃত্যু হয়। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা আরো তিনজন আহত হয়।
এদিকে সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীতে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মোহাম্মদ আজওয়াদ মাহিন নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চারিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিভি/এজেড
মন্তব্য করুন: