আলো ফোটার আগেই সড়কে নিভে গেল ৫ জনের প্রাণ!
কেউ ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে কেউবা আবার শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মপ্রতিষ্ঠানে যাত্রা। রাতের ভ্রমণে ছিল ক্লান্তি। আশা ছিল দিনের আলো ফুটলে পৌঁছাবেন গন্তব্যে। কিন্তু আলো ফোটার আগেই নিভে গেল ৫ জনের প্রাণ। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০ জন। ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, আহত প্রায় ৩০ জন।
ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর কোতোয়ালি থানার মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে এ দুর্ঘটনা হয়।
করিমপুর হাইওয়ে থানার ওসি সালাহ্ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ঢাকা থেকে ঝিনাইদহ অভিমুখী গ্রিন পরিবহন এবং ঝিনাইদহ থেকে বরিশাল অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খাগড়াছড়ি পরিবহনের পাঁচ যাত্রী নিহত হন। তাদের সবার বয়স ১৮ বছরের ওপরে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
তিনি আরও জানান, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাস দুটি জব্দ করেছে পুলিশ।
বিভি/এজেড
মন্তব্য করুন: