ট্রলির ধাক্কায় চুরমার সিএনজি, নিহত ১ আহত ৪

দুর্ঘটনা কবলিত সিএনজি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা সঙ্গে বালু বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত (৩৫) একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- রাজিয়া সুলতানা (৪০), তাইবা (৬), সিএনজি চালক কালাম (৪৫), হাসান আলী মাষ্টার (৫০), আহত সকলে মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি, ছোঁয়া মনি পরিবহন জামালপুর (থ-১১-০৭-৯৯) ভেলামারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত সিএনজি দুমড়ে মুচড়ে যায়।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে অজ্ঞাত এক জনের মৃত্যু হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানা সেকেন্ড অফিসার আব্দুল সালাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনাস্থালে আহত বা নিহত কাউকে পায়নি। তবে দুর্ঘটনার শিকার একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রলি গড়ি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: