• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে রৌমারী বিলে কিশোর নিখোঁজ

প্রকাশিত: ১৩:৩৯, ১৯ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে রৌমারী বিলে কিশোর নিখোঁজ

জামালপুরের মেলান্দহে বন্ধুদের সাথে রৌমারী বিলে বেড়াতে গিয়ে সৌহার্দ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ সৌহার্দকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত এখনো উদ্ধার হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান দলের টিম লিডার ছানোয়ার হোসেন।

শুক্রবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে কাপাসহাটিয়া গ্রামে রৌমারী বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সৌহার্দ জামালপুর শহরের জিগাতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

সৌহার্দের বড় ভাই সৌরভ জানায়, বন্ধুদের সাথে সৌহার্দ রৌমারী বিলে বেড়াতে যায়। পরে খবর পেলাম পানির স্রোতে সৌহার্দ নিখোঁজ হয়েছে।

মেলন্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.দেলোয়ার হোসেন জানান, সৌহার্দ ও তার বন্ধুরা ব্রিজ থেকে রৌমারী বিলে ঝাঁপ দেয়। তার বন্ধুরা তীরে উঠে আসলেও সৌহার্দ তীব্র পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

জামালপুর ফায়ার সাভির্সের ডুবুরি দলের টিম লিডার ছানোয়ার হোসেন জানান, নিখোঁজ সৌহার্দকে উদ্ধারে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। সেখানে তীব্র স্রোত ও রাত হয়ে যাওয়ার উদ্ধার অভিযানে বিঘ্ন সৃষ্টি হয়ে। উদ্ধারে আমাদের সাধ্যমত চেষ্টা চালাচ্ছি।
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2