• NEWS PORTAL

  • রবিবার, ২৩ মার্চ ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় অটোরিকশার যাত্রী নিহত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় অটোরিকশার যাত্রী নিহত 

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় মিজানুর রহমান (২৭) নামের এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রীর নিহত হয়েছেন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উজানিসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজান জেলার নাসিরনগর উপজেলার লক্ষীপুর গ্রামের সাদু মিয়ার ছেলে। এই ঘটনায় চালক সহ আরও দুইজন আহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সারোয়ার হোসেন জানান, আখাউড়া উপজেলার ধরখার থেকে একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া সদরের উদ্দেশে ছেড়ে আসে। 

পথে উজাননিসার নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন যাত্রী মারা যায়। এসময় স্থানীয়রা অটোরিকশার চালকসহ আহত আরও দুইজনকে হাসপাতালে পাঠিয়েছে। তবে কোনো গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

আজকের সময়সূচী (২৩ মার্চ ২০২৫)

সেহরি:

০৬:০০

ইফতার:

০৬:১১

Drama Branding Details R2
Drama Branding Details R2