• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধা নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ১৮ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধা নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক্টরের (কাঁকড়া) চাকায় পিষ্ট হয়ে মাহাফুজা আক্তার সিমা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আবার মোটরসাইকেলের ধাক্কায় হাসিনা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পিছনের রাস্তায় ও শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মাহফুজা আক্তার সিমা সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত হোসেনের মেয়ে। সিমা সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে অবৈধ যান ট্রাক্টর মাটি বহন করছিল। এসময় কয়েকজন শিশু রাস্তার পাশে খেলাধুলা করার সময় ট্রাক্টরটি পিছন থেকে শিশু মাহফুজা আক্তার সিমাকে চাপা দেয়। এতে পেছনের চাকায় পিষ্ট হয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঘাতক ট্রাক্টরটির চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করা হয়েছে।

অপরদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় হাসিনা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. হাসিনা বেগম ওই গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী। 

পুলিশ জানায়, বিকেলের দিকে বৃদ্ধা হাসিনা বেগম বাড়ির বাহিরে বের হন। বাড়ির সঙ্গে থাকা পাকা সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2