ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল বাস, ঘটনাস্থলেই মৃত্যু ৫ জনের
গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাস স্ট্যান্ডে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), গোপালগঞ্জ সদও উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকি জানিয়েছেন, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাঝিগাতী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমাদ পরিবহনের বাসটি দুমড়ে মুছড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনা স্থলে পাঁচজন নিহত হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন বনে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিভি/এজেড
মন্তব্য করুন: