• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নির্মানাধীন কর ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৩:০০, ১০ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
নির্মানাধীন কর ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত

খুলনা মহানগরীর বয়রায় নির্মানাধীন কর ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে তিন শ্রমিক পড়ে  গেলে দ্রুত তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত নির্মাণ শ্রমিকরা হলেন: রাব্বি, আশরাফুল ও মামুন। তাদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে।

ঘটনার পর পুলিশ নির্মানাধীন ভবন পরিদর্শন করেছেন। সেখান থেকে নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করেছে।

এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান নিহত তিন শ্রমিকের সেফটি বেল্ট ও হেলমেট ছিল না। কিন্তু ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে সেফটি বেল্ট ও হেলমেট রেখে দেয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2