• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

রাজধানীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ১৬:২০, ১১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রাজধানীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের শাহ আলী মাদরাসার সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামান্তা (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দিনগত রাত দেড়টার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সামান্তার বন্ধু নিলয় জানান, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ৪র্থ সে‌মিস্টারের ছাত্রী ছিলেন সামান্তা। ইউনিভার্সিটির পিকনিক শেষে রাতে সে আমাকে ফোন করে বলে তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। পরে মিরপুরের বাসায় ফেরার পথে শাহ আলী মাদরাসার সামনে আসলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। সেখানে আমরা ছিটকে পড়ে গুরুতর আহত হই। পরে জানতে পারি, সামান্তা মারা গেছে।  

ময়নাতদন্তের জন্য সামান্তার মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত নিলয় চিকিৎসাধীন আছেন।  

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গভীর রাতে মিরপুর থেকে আহত অবস্থায় এক মেয়েকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিলো। পরে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

বিভি/এএন

মন্তব্য করুন: