• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩২, ১১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের মুলিবাড়িতে সড়ক দুর্ঘটনায় রাফিউল ইসলাম সবুজ (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (১১ মার্চ) বিকালে রাফিউল ইসলাম সবুজ গাইবান্ধা থেকে ঢাকায় যাওয়ার পথে মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় কাভার্ডভ্যান চাপায় তিনি নিহত হন।

তিনি গাইবান্ধা জেলার সাঘাটা ইউনিয়নের জুয়ারবাড়ি এলাকার মৃত মোংলা হোসেন-এর ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  সবুজ তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মুলিবাড়িতে পৌঁছে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যায়। তখন পেছন থেকে আসা কাভার্ডভ্যান তাঁকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান। 

পরে হাইওয়ে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। পরে তার কাছে থাকা মোবাইল ফোন উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে পরিচয় নিশ্চিত হয়।
 

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2