বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

প্রতীকী ছবি
বাড়ি ফেরার পথে বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাবুবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী নিহত স্বামী-স্ত্রী জাহাঙ্গীর হোসেন (৫৫) ও রেহানা বেগম (৪৫) বরগুনা জেলার আদিবাড়ী ফুলঝুড়ি গ্রাম থেকে মোংলা উপজেলার দিগরাজ (কাপালীর মেঠ) নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। তারা রামপাল বাবুরবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি ট্রাক (যশোর ট- ১১-২৫৫৩) তাদের ধাক্কা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী ঘটনাস্থলে মারা যায়। এর কিছুক্ষণ পরে স্বামীও মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। আর এ ঘটনায় ট্রাকচালক চান্দুকে আটক ও গ্যাসবাহী ট্রাকটি জব্দ করেছে।
বিভি/এএন
মন্তব্য করুন: