• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

সকাল না হতেই রাজধানীর মোল্লা টাওয়ারে আগুন, নিভলো ১ ঘণ্টার চেষ্টায়

প্রকাশিত: ০৯:১৮, ৮ মে ২০২২

ফন্ট সাইজ
সকাল না হতেই রাজধানীর মোল্লা টাওয়ারে আগুন, নিভলো ১ ঘণ্টার চেষ্টায়

রবিবার দিনের শুরুতেই রাজধানীর রামপুরায় মোল্লা টাওয়ার নামে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত এসে আগুন নেভানোর কাজ করে। দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, রামপুরায় ৯তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন মোল্লা টাওয়ারের ৪র্থতলায় একটি অফিস কক্ষে সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে।

প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল অথবা ফেলে দেওয়া বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে  কাগজপত্র, কম্পিউটার, সোফাসহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2