• NEWS PORTAL

  • সোমবার, ২৮ নভেম্বর ২০২২

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত, কোলের শিশু হাসপাতালে

প্রকাশিত: ১৭:০৫, ২৫ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত, কোলের শিশু হাসপাতালে

রাজধানীতে বাসের ধাক্কায় কুলসুম বেগম নামে এক নারী (৬৫) নিহত হয়েছেন। এ সময় ওই নারীর কোল থেকে ছিটকে পড়ে এক শিশু আহত হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন মিরপুরের ইসিবি চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহম্মেদ জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় বসুমতি পরিবহনের একটি বাস কুলসুম বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার কোলে থাকা তিন বছরের একটি শিশু সড়কে ছিটকে পড়ে আহত হয়। শিশুটিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুলসুম বেগমের কোলে থাকা শিশুটি তার নাতনি। কুলসুম বেগমের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে বলে জানান মুন্সী ছাব্বীর আহম্মেদ।

এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

বিভি/এসএইচ/এনএ

মন্তব্য করুন: