ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, এখনও নিখোঁজ ৪

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিঁখোজ চার শ্রমিকের এখনও খোঁজ মেলেনি। চলছে তেল অপসারণের কাজ।
রবিবার (২ জুলাই) সকালে আবারও যৌথভাবে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ, কোষ্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে, শনিবার (১ জুলাই) দুপুরে সাগর নন্দিনি-দুই নামের জাহাজটি নদীর পাড়ে তেলের ডিপোতে পেট্রোল ও ডিজেল খালাস করার অপেক্ষায় ছিলো। নোঙ্গর করা অবস্থায় হঠাৎ বিস্ফোরণ হয়। এসময় পুরো জাহাজে আগুন লেগে যায়।
জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলো। এরমধ্যে পাঁচজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে চলছে অভিযান।
বিভি/রিসি
মন্তব্য করুন: