সমুদ্র থেকে নদীতে আসতে শুরু করেছে ইলিশ, মুখে হাসি জেলেদের
একটু দেরিতে হলেও ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলছে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে। ঘাটে ঘাটে বেড়েছে ব্যস্ততা। সরগরম হয়ে উঠছে আড়ৎ। মৎস্য বিভাগ বলছে, সমুদ্র থেকে ইলিশ নদীতে আসতে শুরু করেছে। আগামীতে আরো বেশি ইলিশ পাবেন জেলেরা।
ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরে চলছে ইলিশ ধরার উৎসব। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। জমজমাট ইলিশের আড়ৎগুলোও। মুখে হাসি জেলেদের। এ অবস্থা থাকলে ধার দেনা শোধ করে নিষেধাজ্ঞার সময়ের ক্ষতি কাটিয়ে লাভবান হওয়ার আশা তাদের।
মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বলছেন, সমুদ্র থেকে ইলিশ নদীতে আশা শুরু করায় আগামীতে জেলেরা আরো বেশি ইলিশ পাবে। প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকায় অর্জিত হবে উৎপাদন লক্ষ্যমাত্রা। সুফল পাবেন জেলেরা।
তবে বেশি বেশি ইলিশ ধরা পড়ার পরও বাজারে দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: