অগ্রহায়ণে ধান কাটার ধুম পড়লেও কৃষকের উৎসব ম্লান (ভিডিও)
শুরু হলো অগ্রহায়ণ মাস। প্রকৃতি এখন সোনালী রঙের খেলায় মেতেছে। হেমন্তের মৃদুমন্দ বাতাস আর সোনালি রোদ্দুরের ছোঁয়া জানান দিচ্ছে এসেছে নবান্ন। মাঠে নতুন ধানের ম' ম' গন্ধে উদ্বেলিত কৃষক। ধান কাটা, ধান মাড়াই আর ফসল ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কিষাণ-কিষাণীরা।
গ্রাম বাংলার মাঠে মাঠে এখন ধান কাটার ধুম। উত্তরের জনপদ ঠাকুরগাঁয়েও সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। তবে ধানের দাম আর ফলন বিপর্যয়ে উৎসবের আমেজ এবার কিছুটা ম্লান।
ঠাকুরগাওয়ে এখন ঘরে ঘরে পিঠা বানানোর ধুম। তৈরি হচ্ছে নতুন চালের নানা রকমের পিঠা, পুলি। তবে এবছর খরা, ধানের উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি আশানুরূপ দাম না পাওয়ায়, নবান্নের আয়োজনেও তার প্রভাব পড়েছে। কিষাণীরা বলছেন- নবান্ন হবে- তবে আগের মতো উৎসবমুখর নয়।
এদিকে, খেজুরের রস সংগ্রহ ও বিক্রি শুরু করছে গাছিরা। নবান্নের আমেজ ছুঁয়ে যাচ্ছে তাদেরকেও। কৃষি আর ফসলকেন্দ্রিক এই নবান্ন উৎসব, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালিকে মেলবন্ধনে জড়িয়ে রাখে।
শত কষ্টের মাঝেও এই ঐতিহ্য আর উৎসব প্রজন্মান্তরে ধরে রাখতে চায় ঠাকুরগাঁওয়ের গ্রামীণ জনপদ।
বিভি/এজেড
মন্তব্য করুন: