ঘূর্ণিঝড় মিধিলি: পিরোজপুরে আমন ধানের ব্যাপক ক্ষতি

পিরোজপুরে ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে ঝড়ো বাতাস ও টানা তিন দিনের ভারী বৃষ্টিতে পিরোজপুর জেলায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এক-তৃতীয়াংশ পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। পাশাপাশি অতি বৃষ্টির ফলে ধান ক্ষেতে পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকের ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্যমতে, পিরোজপুরে ঘূর্ণিঝড়ে ৮ হাজার হেক্টর আমন ধান পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আধাপাকা আরো ২০ হাজার আমন ধান ক্ষতির আশংকায় আছে। সেই সাথে রবিশস্য,শাক-সবজিও ক্ষতির মুখে পড়েছে। সব মিলিযে কোটি টাকার মত কৃষিতে ক্ষয়ক্ষতি হয়েছে দাবি জেলার কৃষি কর্মকর্তাদের।
এদিকে কষ্টের ফসল হঠাৎ ঝড়ে শেষ হতে যাওয়া দেখে কৃষকের মনে কষ্ট জমেছে। কৃষকরা চান সরকারি সহযোগীতা। আর জেলা প্রশাসন বলছে , সরকারি কৃষি প্রণোদনা দিয়ে কৃষকদের পাশে থাকার কথা।
বিভি/রিসি
মন্তব্য করুন: