ঘূর্ণিঝড় মিধিলি: ফসলের ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপকূলীয় কয়েক জেলায় আধাপাকা ও কাঁচা ঘরবাড়ির সাথে রোপা আমন ও সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু এলাকা। জলমগ্ন নিম্নাঞ্চল। গাছ ও দেয়াল চাপায় মৃত্যু হয়েছে সাতজনের। শুক্রবার (১৭ নভেম্বর) দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। রেখে যায় ক্ষত।
পটুয়াখালীতে টানা বৃষ্টি ও দমকা বাতাসে উঠতি রোপা আমন ও সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানিয়েছেন আলু, বাদাম, ডাল, টমেটো, কাঁচামরিচ, বেগুন, ফুলকপি ও মুলা সহ নানা সবজির ক্ষতি হয়েছে। ৩১ হাজার হেক্টর কৃষি জমিতে ৩০ থেকে ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পটুয়াখালীতে রোপা আমন ফসলের ৭৫ শতাংশ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আধাপাকা ও পরিপক্ক ফুলসহ ধান মাটিতে লুটিয়ে পড়ায় নষ্ট ও চিটা হওয়ার শঙ্কার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
বরিশালের বাবুগঞ্জে, মুলাদী, হিজলা, বাকেরগঞ্জ, বানারীপাড়া, উজিরপুরসহ বেশ কয়েকটি উপজেলায় তলিয়ে গেছে ধানখেত। কলা বগান, লাল শাক, সরিষা, খেসারি, মসুর ডালেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
চাঁদপুরেও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সেচ প্রকল্পসহ আশপাশের এলাকার বহু জমি এখনও পানির নিচে। এছাড়া বিভিন্ন জায়গায় গাছ উপড়ে ও বিদ্যুতের তার ছিড়ে গেছে, ক্ষতি হয়েছে ধানেরও।
ঘূর্ণিঝড় মিধিলি'র আঘাতে ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে লঞ্চঘাট সংলগ্ন তীরের এক কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। বড় কাঠালিয়া ও কচুয়াসহ কয়েকটি গ্রামে বসত ঘর তছনছ হয়ে গেছে।
কৃষি বিভাগ জানিয়েছে, জেলার কয়েকশ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।
শরীয়তপুরে বেশিরভাগ বীজতলা তলিয়ে গেছে। বোরো আবাদ নিয়ে শংকায় কৃষক। ক্ষতির পরিমাপ করছে কৃষি বিভাগ।
পিরোজপুরে আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার ৮ হাজার হেক্টর আমন ধান পুরোপুরি নষ্ট হয়েছে। সেই সাথে রবিশস্য,শাক-সবজিও ক্ষতির মুখে পড়েছে।
বাগেরহাটে ঝড়ো বাতাস ও টানা বৃষ্টিতে ১৫ হাজার ২৫৪ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের।
বিভি/রিসি
মন্তব্য করুন: