কৃষিবিদদের সতর্ক থাকার আহ্বান বাহাউদ্দিন নাছিমের

ভোটারদের অধিকার ক্ষুণ্ণ করতে আন্দোলনের নামে সহিংসতা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। তাই এদের বিষয়ে সতর্ক থাকতে কৃষিবিদদের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সিনিয়র কৃষিবিদ সম্মিলনে নাছিম আরও বলেন, গণতন্ত্র না থাকলে স্বৈরাচারী শক্তি, সাম্প্রদায়িক শক্তি দেশে মাথাচাড়া দেবে। কৃষিবিদদের সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান তিনি।
সম্মিলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। উন্নয়ন কর্মযজ্ঞের কারণে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে দেশ। নৌকাকে আরেকবার ভোট দিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। অন্য সময় কেনো হয় না? এজন্য অন্য সরকারগুলোর দূরদর্শীতার অভাবকে দায়ী করেন তিনি।
বিভি/টিটি
মন্তব্য করুন: