• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হিলিতে আমন ধান সংগ্রহ উপলক্ষ্যে উন্মুক্ত লটারি 

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১০, ৪ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
হিলিতে আমন ধান সংগ্রহ উপলক্ষ্যে উন্মুক্ত লটারি 

দিনাজপুরের হিলিতে সরাসরি কৃষকদের নিকট থেকে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন করা হয়েছে। 

হাকিমপুর উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১২হাজার ৩৩জন কৃষকের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১০১জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। 

প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩টন করে ধান হাকিমপুর উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। চলতি মৌসুমে উপজেলায় ৩০টাকা কেজি দরে ৩০৪টন ধান সংগ্রহ করা হবে যা আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, হিলি এলএসডি গুদাম কর্মকর্তা খলিলুর রহমানসহ অনেকে। 

বিভি/রিসি

মন্তব্য করুন: