• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

এক প্ল্যাটফর্মে কৃষির ৪৫ সেবা

প্রকাশিত: ২০:৪০, ১৫ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
এক প্ল্যাটফর্মে কৃষির ৪৫ সেবা

এখন থেকে কৃষির ৪৫ টি সেব একই প্ল্যাটফর্মে মিলবে। কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ ১৭টি দপ্তর/সংস্থার ৪৫টি নাগরিক সেবা মিলবে এই সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে। বুধবার (১৫ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সার্ভিসের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এসময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ডিজিটাল এই পোর্টালের মাধ্যমে নাগরিক সেবা খাত, ধরন দপ্তর/অধিদপ্তর অনুসারে সন্নিবেশ করা হয়েছে। কৃষক, উৎপাদক, ব্যবসায়ী,  আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য কৃষি পরামর্শ, শস্য, লাইসেন্স ও নিবন্ধন, সার, অনুদান ও ভর্তুকি, সেচ এবং কীটনাশক বিষয়ে মন্ত্রণালয় ও সব সংস্থার সেবা ডিজিটালি পাওয়া যাবে। এখানে প্রতিটি সেবার বিপরীতে প্রয়োজনীয় তথ্যাদি সন্নিবেশ করা হয়েছে।

কী প্রক্রিয়ায়, কত খরচে, কার মাধ্যমে, কত সময়ে এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে সেবা পাওয়া যাবে- তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি সেবাপদ্ধতির ধাপ বর্ণনা করা হয়েছে।

বিভি/ এসআই

মন্তব্য করুন: