• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

প্রকাশ পেলো আবু হেনা রনির সপ্তম বই ‘রনি বাণী’

প্রকাশিত: ২২:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
প্রকাশ পেলো আবু হেনা রনির সপ্তম বই ‘রনি বাণী’

আবু হেনা রনির সপ্তম বই ‘রনি বাণী’

এবার অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে দেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান মিরাক্কেলখ্যাত আবু হেনা রনির নতুন বই ‘রনি বাণী’। স্টুডেন্ট ওয়েজ থেকে প্রকাশিত এই বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ২৬ নং প্যাভিলিয়নে।

বই প্রসঙ্গে রনি বলেন, ‘রনি বাণী’ মুলত বাণী নিয়ে লেখা। বইয়ে ফান (রম্যরস) যতটা আছে, পাশাপাশি অনুধাবনেরও অনেক বিষয় আছে। বইটিতে আমি আমার জনপ্রিয়তা কাজে লাগাতে চাইনি, আমি বইয়ের ভেতরের কনটেন্টটাকে প্রাধান্য দিয়েছি। ফলে সব শ্রেণির মানুষের কাছে বইটি ভালো লাগবে।

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে রাস্তা-ঘাটে চলতে ফিরতে যেই সিচুয়েশনে পরেছি, সেটা অনুধাবন করে কিছু কোটেশনের (উদ্ধৃতি) মত করে লেখা। পাশাপাশি আগের কিছু কোটেশনকে ঘুরিয়েছি, যেমন বলা হয়- ‘যে দেশে গুনীর কদর হয়, সে দেশে গুনী জন্মায়’। এটা আমি আমার মত করে লিখেছি, ‘যে দেশে খুনির কদর হয়, সে দেশে খুনি জন্মায়’।

‘রনি বাণী’ আবু হেনা রনির সপ্তম বই। বইমেলার শেষের দিকে বইটি প্রকাশিত হলেও বেশ ভালো সাড়া পড়েছে পাঠক মহলে। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2