ছায়ানটের পর এবার উদীচীর কার্যালয়ে আগুন
ছায়ানটের পর এবার বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকায় সংগঠনটির কার্যালয়ে হামলা চালানোর পরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা যায়, অগ্নিসংযোগের খবর পেয়েই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। যদিও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে।
উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন গণমাধ্যমকে, আধ ঘণ্টায় আগে উদীচী কার্যালয়ে হামলা হয়েছে। আমি সেখানে যাচ্ছি। এখন পথে আছি। পরে বিস্তারিত জানাবো।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট সেখানে গেছে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: